শুক্রবার খোয়াই থানাধীন ধলাবিল পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মী বিশ্বাস এর বাড়িতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অজয় সরকার ।বয়স ৪৫ ।পিতা বজলাল সরকার বাড়ি খোয়াই থানাধীন পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগরটিলা এলাকাতে। ঘটনার বিবরণ দিতে গিয়ে মৃত শ্রমিকের ভাই জানায় আজ সকালে মৃত শ্রমিক অজয় সরকার উনি সহ তিনজনে মিলে খোয়াই ধলবিল পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মী বিশ্বাস স্বামী জিতু বিশ্বাস এর বাড়িতে করাতী কাজের উদ্দেশ্যে যায়। যথারীতি তিনজনে মিলে গাছ কাটার কাজ শুরু করেন। বেলা প্রায় ১.৩০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গাছ কাটার সময় ওই শ্রমিক অজয় সরকারের উপর গাছটি পড়ে যায় এবং ঘটনা স্থলে মৃত্যু হয়। এই ঘটনাটি যখন বাড়ির মালিক লক্ষী বিশ্বাস প্রত্যক্ষ করতে পারেন তখন ওনার চিৎকার, চেঁচামেচিতে আশেপাশের এলাকাবাসী ছুটে আসেন । সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে মৃত শ্রমিক অজয় সরকার কে গাছের নিচ থেকে বের করে আনে এবং সঙ্গে সঙ্গে খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয় , কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে ওই মৃত শ্রমিকের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে পরিবারে। খোয়াই এর আপামর জনগণ অভিযোগ তুলছে বর্তমান সময়ে খোয়াই শহরতলী লাগোয়া এলাকাগুলিতে গাছ কাটার হীরক চলছে। সেই বিষয়ে বনদপ্তরকে সেই রকম কোন পদক্ষেপ নিতে দেখা যায় না। বর্তমানে আধুনিক গাছ কাটার করাত এসেছে বাজারে, পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে গাছ কাটা চলছে। এইসব গাছ কাটার ক্ষেত্রে শ্রমিকদের সেই রকম কোন অভিজ্ঞতা নেই। খোয়াই এর আপামর জনগণের দাবি এই অবৈধ গাছ কাটার লাগাম টানা র ক্ষেত্রে মহকুমা বনদপ্তর সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন । অজয় সরকারের মৃত্যুতে খোয়াই পশ্চিম সোনাতলা এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। এখন দেখার বিষয় মহকুমা বনদপ্তর অবৈধ গাছ কাটার বিষয়টি লাগাম টানার ক্ষেত্রে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে।
112
previous post
অবাধ হিংসা মুক্ত ভোট করতে বিশালগড়ে রঙ্গোলী উৎসব
next post