প্রতিনিধি, উদয়পুর :-
শুক্রবার বিকেল চারটায় বিজেপি গোমতী জেলা কার্যালয়ের নব নির্মিত ভবনের শুভ দ্বার উদঘাটন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এদিন মুখ্যমন্ত্রী দলীয় কার্যালয়ে ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন , পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য বিজেপি নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিং , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , রঞ্জিত দাস , রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য , বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ প্রমুখ । এদিন দলীয় অটল ভবনের উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নাম না করে কংগ্রেসের এক বিধায়ককে তীব্র আক্রমণ শানান । মুখ্যমন্ত্রী বলেন এবারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম মুক্ত ত্রিপুরা তৈরি হবে । একই সাথে কংগ্রেসকেও জামানাথ জব্দ করবে রাজ্যের ভোটাররা । আজকের এই অটল ভবন সমস্ত বিজেপি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে । একই সাথে উদয়পুর ব্রম্মাবাড়ী এলাকার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , বিগত দিনে এই রাজ্যে কোন সন্ত্রাস ছাড়া কোন উন্নয়ন হয়নি । বিগত সরকার আন্দোলনের নামে এই রাজ্যের জনগণকে ঠকিয়েছে । কিন্তু বর্তমান সরকার শুধু রাজ্যের উন্নয়নের কথা ভাবছে । অপরদিকে কংগ্রেস নামে একটি দল বর্তমান সময়ে সিপিআইএমের সাথে জোট করে এই রাজ্যের উন্নয়নকে থমকে দেওয়ার চেষ্টা করছে । মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেন যারা এখনো ভুল পথে পরিচালিত হয়ে বিরোধীদের সাথে হেঁটে চলেছেন তাদের জন্য রেলের বগি এখনো পর্যন্ত খালি রয়েছে । যদি রেল চলে যায় পরবর্তী সময় সেই বগিতে আর জায়গা পাওয়া যাবে না । এছাড়া মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে সভা করে জানিয়ে দিয়েছেন আগামী দিনে এই রাজ্যে সরকার গঠন করবে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি । রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পঞ্চাশের অধিক আসন নিয়ে সরকারে ফিরছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই দিনের ভাষণে দলের কর্মীদের মধ্যে এক উচ্ছ্বাস নিয়ে আসে । পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ভাষণ শেষে দলীয় অফিসের ফিতা কেটে সমস্ত কক্ষ ঘুরে দেখেন । সেই সাথে গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় কে সভাপতির আসনে নিজ হাতে বসিয়ে দেন মুখ্যমন্ত্রী । এদিন গোমতী জেলায় নতুন দলীয় অফিস উদ্বোধন কে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।