প্রতিনিধি কৈলাসহর:-বিধানসভা নির্বাচন যতটা এগিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দল থেকে শাসক শিবিরে যোগদানের কর্মসূচি প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। বিশেষ করে শহর উত্তরাঞ্চল এলাকায় যেখানে কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি টিলাগাঁও পঞ্চায়েত থেকে মাস দুয়েকের মধ্যে প্রায় শতাধিক সংখ্যালঘু কংগ্রেস সমর্থক বিজেপি দলে যোগদান করেছেন।দীর্ঘদিন যাবত কংগ্রেস এবং সিপিএমের শাসন দেখার পর এবারে ভারতীয় জনতা পার্টি পতাকাতলে স্বেচ্ছায় শামিল হচ্ছেন বিরোধী ভোটাররা।কৈলাসহর বিধানসভার অন্তর্গত টিলাগাঁও কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের ১৭ ও ১৮ নং বুথে গতকাল কংগ্রেসের ৩ পরিবারের ১৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হোন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি জেলা সম্পাদক অরুন সাহা এবং জেলা কমিটির সদস্য অরূপ দেব চৌধুরী ও হেমেন্দ্রকুমার দে।আগামী দিনে কংগ্রেস দল থেকে বিজেপি দলে বড়সড় যোগদান অনুষ্ঠিত হবে বলে বিজেপি দলের পক্ষ থেকে জানা গেছে।
126
previous post