Home » আসাম রাইফেলসের অপারেশনে ৬ কোটি টাকার ইয়াবা টেবলেট আটক

আসাম রাইফেলসের অপারেশনে ৬ কোটি টাকার ইয়াবা টেবলেট আটক

by admin

প্রতিনিধি কৈলাসহর:-মাদক চোরাচালানের বিরুদ্ধে একটি বড় সাফল্যে আসাম রাইফেলসের।রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের সাথে একটি যৌথ অভিযানে আজ ১২ই এপ্রিল তেলিয়ামুড়ায় একটি গাড়ি থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।আটককৃত মাদক দ্রব্যগুলির আনুমানিক বাজার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৬ কোটি রুপি বলে অনুমান করা হচ্ছে।
ওয়াগনার গাড়িতে পাচারের সময় অপারেশন চলাকালীন দু’জনকে গ্রেপ্তার করা হয়। একজন আসামের হাইলাকান্দির বাসিন্দা দিলবার হুসেন এবং অপরজন অ্যান্ডমড জুবার আহমেদ করিমগঞ্জের বাসিন্দা।আসামের পুনরুদ্ধার করা মাদকদ্রব্য সহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আরও তদন্ত এবং আইনী কার্যক্রমে ডিআরআইয়ের হাতে হস্তান্তর করা হয়।এই অপারেশনটি আসাম রাইফেলসকে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অব্যাহত প্রচেষ্টা অবলম্বন করে চলেছে।

You may also like

Leave a Comment