ধর্মনগর প্রতিনিধি। পানিসাগর পশ্চিমাংশ যে সাব পোস্ট অফিস রয়েছে তাতে জড়ালেন জিডিএস এজেন্ট অর্থাৎ মানুষের কাছ থেকে সংগৃহীত এজেন্ট পূরবী নাথ। টাকায় কথা বলে একটা নিশ্চিত কথা প্রচলিত রয়েছে সাধারণ মানুষের মধ্যে। পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসের এজেন্ট পুরবী নাথের বিরুদ্ধে প্রায় ১৫ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে সাধারণ মানুষ অভিযোগ তুলে ধরেছেন। আগামী 15 মে সবার সব টাকার নিষ্পত্তি করে দেবেন বলে পূরবী নাথ জানিয়েছেন। ঘটনাটি ধরা পড়ে যখন পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে টাকা জমা হয়েছে নাকি তা চেক করতে আসেন গ্রামের সাধারণ মানুষজন। পোস্ট অফিসের এক কর্মী জানালেন উনি আসার আগেই অফিসিয়াল সিল সবুদসহ অফিসিয়াল পাসবুকে ছবি রয়েছে কিন্তু যখন ডিভাইস খুলে দেখা গেল তখন দেখা গেল যে এই টাকা জমা পড়েনি। এক এক করে বিশাল আর্থিক কেলেঙ্কারী ধরা পড়ে এবং আগামী ১৫ মে এর মধ্যে পূরবী নাথ এই আর্থিক কেলেঙ্কারির টাকা কষ্ট করে যারা ৭০ থেকে ৭৫ হাজার টাকা করে জমা দিয়েছেন তাদেরকে ঘুরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেছেন। আপাতত এলাকার মানুষ পুলিশের সাহায্যে এই টাকা আদায় করা যায় নাকি তার জন্য সরকারি দপ্তরের উপর দায়ভার চাপিয়ে বসে আছেন। আগামী ১৫ মে এই টাকা হস্তান্তর না হলে বিভিন্ন কঠোর পক্ষে আমানতকারীরা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
প্রায় ১৫ লক্ষ টাকা কেলেঙ্কারিতে জড়ালেন সাব পোস্ট অফিসের এজেন্ট পুরবী নাথ।
by admin
written by admin
135
previous post