Home » একই পরিবারের ভাইদের মধ্যে মারপিটে রক্তাক্ত হয়ে ভর্তি ধর্মনগর হাসপাতালে তিনজন।

একই পরিবারের ভাইদের মধ্যে মারপিটে রক্তাক্ত হয়ে ভর্তি ধর্মনগর হাসপাতালে তিনজন।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর থানাধীন দেওয়ান পাশা গ্রাম পঞ্চায়েতের বুঙ্গাটিলা এলাকায় ৫ নং ওয়ার্ডের ভাইদের মধ্যে পরস্পর রক্তারক্তি সংঘর্ষে তিনজন আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা গেছে পিনাক গোড় কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় তাদের জ্যাঠতুতো বড় ভাই ধর্মেন রাজ গোড় এলাকাবাসীদের কাছ থেকে বারোশো টাকা চাঁদা তুলে চিকিৎসার জন্য। পিনাকে আরেক ভাই রামেশ্বর গোড় পিনাকে গলা টিপে মেরে ফেলার হুমকি দেয়। ধর্মেন বড় ভাই হওয়ায় তাদের ভাইদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তর্কা তোর্কি চূড়ান্ত ভাবে বাড়তে থাকায় রামেশ্বর এবং রিঙ্কু দুই ভাই মিলে ধর্মেনের ওপর হামলা চালায়। শুধুমাত্র দুই ভাই নয় রিংকুর প্রিয় এই হামলায় জড়িয়ে পড়ে ধর্মকে মারপিট করে। তাদের অপর ভাই শুকলাল কোথা থেকে এসে ধর্মেনের উপর হামলা চালায়। এতে ধর্মেন রক্তাক্ত অবস্থায় ধর্মনগর হাসপাতালে এসে ভর্তি হয়। এই ঘটনার পর ঘটনার স্থল থেকে রামেশ্বর পালিয়ে যায়। ধর্মনগর থানার পুলিশ এলাকায় তদন্ত করে তাদের অপর ভাই শুক্লালকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। ধর্মনগর থানায় রিঙ্কু, রিংকুর স্ত্রী এবং ধর্মেন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

You may also like

Leave a Comment