Home » ধর্মনগরের শিববাড়ির শিব মন্দিরের প্রনামির বাক্স ভেঙ্গে চুরি, চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা।

ধর্মনগরের শিববাড়ির শিব মন্দিরের প্রনামির বাক্স ভেঙ্গে চুরি, চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের শিববাড়ির শিব মন্দিরের দুটি প্রণামির বাক্স ভেঙ্গে চুরি হয় সোমবার ভোর রাতে। সকালে খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ধর্মনগর থানার পুলিশ এসে সমস্ত ঘটনা নথিভুক্ত করে নিয়ে যায়। এদিকের এলাকাবাসীরা তাদের যার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি দিয়ে তদন্ত শুরু করে। তদন্তে সিসিটিভি ক্যামেরা তে এলাকার রাজ পাল নামে পুলিশ বছরের এক যুবককে ধরা পড়ে। স্থানীয়রা পুনরায় পুলিশকে খবর দিয়ে চোর হিসাবে রাজ পাল কে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় তার বাড়ি শিব মন্দিরের এলাকার সংলগ্ন। সে বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করে। তার পিতা মৃত মা রমা রানী পাল। সে জানিয়েছে তার চুরি করা প্রণামীর অর্থের পরিমাণ 500 টাকার মত হবে কিন্তু পূজারীদের কথা অনুযায়ী প্রতি সপ্তাহে দুটি প্রাণীর বাক্সে অন্ততপক্ষে তিন থেকে পাঁচ হাজার টাকা সংগৃহীত হয়। যদিও অভিযুক্ত যুবক রাজ পাল জানিয়েছে সে অভাবে পড়ে চুরি করেছে। ধর্মনগর শহর জুড়ে চুরি কান্ড চলতে চলতে সোমবার ভোরের এই চুরির ঘটনা একটা বিশাল চাঞ্চল্য সৃষ্টি করেছে শহর জুড়ে।

You may also like

Leave a Comment