ধর্মনগর প্রতিনিধি।
দেশের উত্তরপূর্বাঞ্চলে কিছুতইে যেন নেশা সামগ্রী পাচারের হিড়িক কমছে না।ফের গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়া থানাধিন চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় এস্কাফ কফ সিরাফ।এ কান্ডে গাড়ি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ।এ মর্মে গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে সোমবার সকালে এএস(জিরো ওয়ান)আরসি(ওয়ান এইট এইট ওয়ান)নম্বরের একটি ওনলাইন সামগ্রী বোজাই দশ চাকার লরি চুরাইবাড়ি পুলিশ চেক গেটে পৌছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ।এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে দশ কার্টুনে এক হাজার ছয়`শ বোতল নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত হয়।যার কালোবাজারী মুল্য পনেরো লক্ষাধিক টাকার মত হবে।এ কান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ি চালক বারওয়েল লিংডো ও সহচালক সিবরলাং তালং।এদের উভয়ের বাড়ি মেঘালয়ে।এ মর্মে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।আটকদ্বয়কে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।অসম পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।
পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত বাজারিছড়ার চুরাইবাড়িতে।ধৃত দুই।
101