Home » মেয়েকে ধর্ষনের দায়ে ২০ বছরের সাজা পিতার

মেয়েকে ধর্ষনের দায়ে ২০ বছরের সাজা পিতার

by admin

প্রতিনিধি কৈলাসহর:-নিজের মেয়েকেই ধর্ষনের দায়ে পাষন্ড পিতার ২০ বছরের জন্য সাজা ঘোষণা দিলো ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং।ঘটনাটি ঘটে পেচারতল থানাধীন শান্তিপুর এলাকায়।এ ব্যাপারে ১২ই জুন সোমবার বিকেলে কৈলাসহর বার লাইব্রেরিতে এক সাংবাদিক সম্মেলনে সরকারি দুই আইনজীবী সন্দীপ দেবরায় এবং কঙ্কন দেবত্রাতা জানান যে, পেচারথলের শান্তিপুর এলাকার বাসিন্দা নন্দ মালাকারের স্ত্রী ২০২০ সালের ৩১শে আগস্ট পেচারথল থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছিলেন যে,উনি কয়েকদিন উনার বাপের বাড়িতে বেড়াতে গেলে সেই সময় শান্তিপুরের বাড়িতে উনার স্বামী নন্দ মালাকার এবং উনাদের একমাত্র মেয়ে ছিলো।বাপের বাড়িতে কিছু দিন থাকার পর স্বামীর বাড়িতে ফিরে এসে মেয়ের অসুস্থতা দেখে মেয়ের কাছে অসুস্থতার কারণ জানতে চায়।তখন মেয়ের মুখ থেকে সমস্ত কিছু শোনে নন্দ মালাকারের স্ত্রী পেচারথল থানায় লিখিত মামলা করেন স্বামী নন্দ মালাকারের বিরুদ্ধে।থানায় এবং পরবর্তী সময়ে আদালতে এসে নন্দ মালাকারের স্ত্রী পরিস্কার ভাবেই জানায় যে,শান্তিপুর বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে নিজের একমাত্র মেয়েকে লাগাতার কয়েকদিন ধর্ষন করায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।প্রায় তিন বছর মামলাটি কৈলাসহরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং-এর আদালতে চলার পর আজ ১২ই জুন সোমবার দুপুরে বিচারক অমরেন্দ্র কুমার সিং নন্দ মালাকারের কুড়ি বছরের কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী পরিতোষ সাহা এই মামলাটি পরিচালনা করেন বলে সাংবাদিক সম্মেলনে আইনজীবী কঙ্কন দেবত্রাতা জানিয়েছেন।

You may also like

Leave a Comment