প্রতিনিধি , উদয়পুর :-
ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি ঝাঁপিয়েছে গোটা রাজ্য জুড়ে । প্রতিদিন দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসছেন নির্বাচনী প্রচারে । শনিবার রাতে বিশেষ বিমানে রাজ্যে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজ্যে এসে রবিবার সকাল ১১ টায় উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য অমিত শাহ । এই দিন তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে সোজা চলে যান মায়ের মন্দিরে । ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে মায়ের উদ্দেশ্যে পুজো দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পুজো অর্চনা শেষ করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের চারদিক প্রদক্ষিণ করেন তিনি । পরে মায়ের মন্দিরে পাশে থাকা মহাদেব মন্দিরেও পুজো দেন । স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সফরকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক দেবরায় বলেন , আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দুইটি জনসভা রয়েছে রাজ্যের বুকে । জনসভায় যাওয়ার আগে ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য । সাথে তাকেও আশীর্বাদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই সাথে আশ্বস্ত করেন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করবেন বলে জানান অমিত শাহ । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরে সফরকে কেন্দ্র করে গোটা মন্দির চত্বর এলাকায় ও ভিআইপি রোডে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় । এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মাতারবাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ প্রমুখ ।