Home » ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব

ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব

by admin

উদয়পুর প্রতিনিধি

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে সাথে নিয়ে সোমবার দুপুর একটায় উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা পূজন বিশ্বাস সহ অন্যান্যরা । এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে সোজা চলে যান মায়ের কাছে পুজো দেওয়ার জন্য । মায়ের উদ্দেশ্যে পুজো অর্চনা শেষ করে মন্দির পরিক্রমা করে সকলে । পরে ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি । পরবর্তী সময়ে ঘুরে দেখেন মাতারবাড়ি প্রসাদ প্রকল্পের কাজ। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য সিপিআইএম ও প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব কে তীব্র আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ বিশ্বাস । একই সাথে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান , কিছুদিনের মধ্যেই রাজ্যে আসবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি । একই সাথে সুবল ভৌমিক কে বার্তা দেন দলে একসাথে কাজ করার জন্য । পাশাপাশি কংগ্রেস ও সিপিআইএমকেও তীব্র আক্রমণ করেন সুস্মিতা । সোমবার দুপুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে তৃণমূল প্রদেশ নেতৃত্ব আসাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।

You may also like

Leave a Comment