Home » ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের বাগমা বাজারে এক বিজয় মিছিল বের হয় কংগ্রেসের

৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের বাগমা বাজারে এক বিজয় মিছিল বের হয় কংগ্রেসের

by admin

উদয়পুর প্রতিনিধি………………………………………………………………………….

গত ৮ই ডিসেম্বর হিমাচল প্রদেশে বিপুল ক্ষমতায় নিয়ে সরকারে ফিরে আসে জাতীয় কংগ্রেস । গতকাল ছিল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান । সরকার গঠন করার কারণে সোমবার সন্ধ্যা রাতে ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের বাগমা বাজারে এক বিজয় মিছিল বের হয় । এদিন মিছিলটি বাগমা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে । বিজয় মিছিল শেষে কংগ্রেসের দলীয় অফিসের সামনে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল তীব্র আক্রমণ শানান শাসকদল বিজেপিকে । এদিনের সভায় ১২ পরিবারের ৪০ জন ভোটার শাসকদল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন কংগ্রেস নেতা টিটন পাল । এদিন বিজয় মিছিল কে কেন্দ্র করে বাগমা বাজারে ত্রিপুরা স্টেট রাইফেল ও ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।

You may also like

Leave a Comment