উদয়পুর প্রতিনিধি………………………………………………………………………….
গত ৮ই ডিসেম্বর হিমাচল প্রদেশে বিপুল ক্ষমতায় নিয়ে সরকারে ফিরে আসে জাতীয় কংগ্রেস । গতকাল ছিল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান । সরকার গঠন করার কারণে সোমবার সন্ধ্যা রাতে ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের বাগমা বাজারে এক বিজয় মিছিল বের হয় । এদিন মিছিলটি বাগমা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে । বিজয় মিছিল শেষে কংগ্রেসের দলীয় অফিসের সামনে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা টিটন পাল তীব্র আক্রমণ শানান শাসকদল বিজেপিকে । এদিনের সভায় ১২ পরিবারের ৪০ জন ভোটার শাসকদল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন কংগ্রেস নেতা টিটন পাল । এদিন বিজয় মিছিল কে কেন্দ্র করে বাগমা বাজারে ত্রিপুরা স্টেট রাইফেল ও ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো।