Home » চড়িলামে সিপিএমে ধ্বস অব্যাহত

চড়িলামে সিপিএমে ধ্বস অব্যাহত

by admin

প্রতিনিধি, বিশালগড় ।। চড়িলামে সিপিএম কংগ্রেসের ষড়যন্ত্রের জাল ক্রমশ ছিন্ন হচ্ছে। অশান্তির বীজ বপন করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল সিপিএম। কিন্তু কোন লাভ হয়নি। বরং আরও জনবিচ্ছিন্ন হচ্ছে সিপিএম। চড়িলামে সিপিএম ছাড়ার হিড়িক লেগেছে বলা যায় । রবিবার চড়িলাম এবং বিশালগড়ে ৪৪ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিন চড়িলাম বিধানসভার ১৪ নং বুথে বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০ পরিবারে ৩৮ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাদের বরণ করেন চড়িলাম মন্ডল সম্পাদক গোপাল দেবনাথ, গ্রাম প্রধান মিঠুন দেব সহ বিজেপির কার্যকর্তারা। দলত্যাগীরা জানান বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর অল্প সময়ে চড়িলামে যে কাজ হয়েছে তা পঁচিশ বছরে করতে পারেনি সিপিএম। এখন সরকারি সহায়তার জন্য মিছিল মিটিং করতে হয়না। চাঁদা দিতে হয়না। তারা জানান সিপিএমের সমর্থক হয়েও বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সরকারি সবধরনের প্রকল্পের সুবিধা পেয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, বিজেপি একমাত্র গরীব মানুষের বন্ধু। তাই বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে বিশালগড় বিধানসভার ৩৯ নম্বর বুথে ছয় ভোটার বিজেপিতে যোগ দেন। তাদের বরণ করেন বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব। দলত্যাগীরা ক্ষোভের সাথে জানান বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহা তাদের কোন খোঁজ খবর রাখেনি। করোনা মহামারী পরিস্থিতিতে বিজেপির কার্যকর্তারা সবধরনের সহযোগিতা করেছে। বর্তমানে তারাও সরকারি প্রকল্প গুলো ভোগ করছে। তাই বিজেপিতে যোগ দিয়েছে।

You may also like

Leave a Comment