Home » রাধাকিশোরপুর বিধানসভায় বিরোধী দলে ব্যাপক ভাঙ্গন ধরালো প্রণজিৎ

রাধাকিশোরপুর বিধানসভায় বিরোধী দলে ব্যাপক ভাঙ্গন ধরালো প্রণজিৎ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

২০২৩ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ মাস পরেই । তার আগ থেকেই শাসক দলই বিজেপি সাংগঠনিকভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে । এদিকে শাসকদলের মন্ত্রীরাও বসে নেই । ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ১২ নং বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এ যোগদান সভায় উপস্থিত ছিলেন কৃষিও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি প্রবীর দাস, আর কেৎপুর যুব মোর্চা সভাপতি রাকেশ শীল সহ প্রমূখ । এদিন যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে কৃষিমন্ত্রী তীব্র আক্রমণ শানান বামেদেরকে । এদিন মন্ত্রী ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , দীর্ঘ বহু বছর বামেরা ক্ষমতায় থাকার পরেও উদয়পুরকে সাজানোর জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর উদয়পুর শহর ও তার আশপাশ লাগুয়া সমস্ত জায়গাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার । ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে উদয়পুরের পুরনো রাজ আমলের জগন্নাথ দিঘিকে । একই সাথে শহরের রাস্তাঘাট থেকে গ্রামীণ সড়ক পথ সমস্ত কিছু ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে । তাহলে কেন বিগত দিনে এই মন্দির নগরী উদয়পুরকে সাজিয়ে তোলা হয়নি । আর এখন সরকার যে জায়গায় কাজ করে চলেছে সে জায়গায় বিরোধী দলগুলি সরকারকে কালিমালিপ্ত এবং বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে । বর্তমানে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে খুব তাড়াতাড়ি যে কোন কাজ তৈরি হয়ে যাচ্ছে । একই সাথে কোন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য মিছিল অথবা মিটিং করতে হয় না সাধারণ নাগরিকদেরকে । বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা , সরকারি ঘর, পানীয় জলের ব্যবস্থা, রেশন ব্যবস্থা সবকিছুই নাগরিকদের সুবিধা দিচ্ছে রাজ্য সরকার । সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ দেখতে পেয়ে বিরোধীদল ভেঙে প্রতিদিন যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে । তাই আজকের দিনেও ১২ নং বুথে সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪৫ পরিবারের ১২৭ জন ভোটার বিজেপি দলে যোগ দেয় । তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই দিনের যোগদান সভাকে কেন্দ্র করে দলের কর্মীদের উপস্থিতি ছিলো সাড়া জাগানো।

You may also like

Leave a Comment