প্রতিনিধি, উদয়পুর :-
২০২৩ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ মাস পরেই । তার আগ থেকেই শাসক দলই বিজেপি সাংগঠনিকভাবে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে । এদিকে শাসকদলের মন্ত্রীরাও বসে নেই । ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ১২ নং বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এ যোগদান সভায় উপস্থিত ছিলেন কৃষিও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি প্রবীর দাস, আর কেৎপুর যুব মোর্চা সভাপতি রাকেশ শীল সহ প্রমূখ । এদিন যোগদান সভায় ভাষণ রাখতে গিয়ে কৃষিমন্ত্রী তীব্র আক্রমণ শানান বামেদেরকে । এদিন মন্ত্রী ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , দীর্ঘ বহু বছর বামেরা ক্ষমতায় থাকার পরেও উদয়পুরকে সাজানোর জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর উদয়পুর শহর ও তার আশপাশ লাগুয়া সমস্ত জায়গাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার । ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে উদয়পুরের পুরনো রাজ আমলের জগন্নাথ দিঘিকে । একই সাথে শহরের রাস্তাঘাট থেকে গ্রামীণ সড়ক পথ সমস্ত কিছু ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে । তাহলে কেন বিগত দিনে এই মন্দির নগরী উদয়পুরকে সাজিয়ে তোলা হয়নি । আর এখন সরকার যে জায়গায় কাজ করে চলেছে সে জায়গায় বিরোধী দলগুলি সরকারকে কালিমালিপ্ত এবং বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে । বর্তমানে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে খুব তাড়াতাড়ি যে কোন কাজ তৈরি হয়ে যাচ্ছে । একই সাথে কোন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য মিছিল অথবা মিটিং করতে হয় না সাধারণ নাগরিকদেরকে । বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা , সরকারি ঘর, পানীয় জলের ব্যবস্থা, রেশন ব্যবস্থা সবকিছুই নাগরিকদের সুবিধা দিচ্ছে রাজ্য সরকার । সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ দেখতে পেয়ে বিরোধীদল ভেঙে প্রতিদিন যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে । তাই আজকের দিনেও ১২ নং বুথে সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪৫ পরিবারের ১২৭ জন ভোটার বিজেপি দলে যোগ দেয় । তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই দিনের যোগদান সভাকে কেন্দ্র করে দলের কর্মীদের উপস্থিতি ছিলো সাড়া জাগানো।