Home » প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই দিলীপ নাথের দশ চাকার ট্রাক গাড়ি।

প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই দিলীপ নাথের দশ চাকার ট্রাক গাড়ি।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
সোমবার ভোর রাতে পানিসাগর মহকুমধীন রোঁয়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ নাথের দশ চাকার ট্রাক গাড়ি প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হল। ঘটনার বিবরণে জানা যায় রোঁয়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ নাথ তার দশ টাকার গাড়ি এন এল ০১ কে ৫৭৩৮ নিয়ে রবিবার রাত 9 টা সাড়ে ৯ টায় আগরতলা থেকে ধর্মনগর আসে। তার ভাই মারা যাওয়ায় সামনেই শ্রাদ্ধ অনুষ্ঠান তাই সে গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। রাত আনুমানিক আড়াইটা নাগাদ বিকট শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। তার মনে হচ্ছিল টায়ার ফাটার আওয়াজ। উঠে দৌড়াদৌড়ি করে বের হয়ে দেখে প্রতিহিংসার আগুনে তাঁর গাড়িটি জ্বলছে। সাথে সাথে সে পানিসাগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিভাতে সফল হলেও গাড়ি র কিছু অংশই বাকি নেই। অবশেষে সোমবার পানিসাগর থানায় সে এই মর্মে একটি মামলা দায়ের করে। এলাকাবাসীরা তারাও রাতে প্রচন্ড আওয়াজে বের হয়ে এসে দেখে গাড়িটি জ্বলছে। কে বা কারা? কেমন করে আগুন লাগিয়েছে কেউ কিছু দেখেনি বা বলতেও পারছে না।

You may also like

Leave a Comment