প্রতিনিধি কমলাসাগর ১২ ডিসেম্বর
বিরোধীদল সিপিএম যতই জন বিচ্ছিন্ন হয়ে পড়ছে ধীরে ধীরে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিচে আমজনতা। দীর্ঘ ২৫ বছর শাসন ক্ষমতা চালিয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের ঘর থেকে তাদের ভোটার ধীরে ধীরে জন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দীর্ঘ ২৫ বছর শাসন ক্ষমতা চালিয়ে জনসাধারণকে কিছু সুযোগ সুবিধা না দেওয়ার ফলে তাদের থেকে বিমুখ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বলে জানিয়েছেন সদ্য বিজেপি দলে যোগদানকারী। কমলা সাগর বিধানসভার পাণ্ডবপুর পঞ্চায়েত এলাকায় ২৪ নং বুথে রয়েছে বিশাল সংখ্যক মাইনরিটি ভোটার। যা সিপিএম বিজেপি দলকে সাম্প্রদায়িক বলে মাইনরিটি ভোটারকে নিজে মতো করে রাখতে পেরেছিল। কিন্তু সিপিএম যখন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তখনই ভোটার বুঝতে পেরে উঠেছে বর্তমান বিজেপি সরকার সকল জনসাধারণের জন্য সমানভাবে কাজ করে থাকেন। সেই চিন্তাভাবনা মাইনরটি ভোটার পাণ্ডবপুর পঞ্চায়েতের ২৪ নং বুথে ১৬ পরিবারের ৫৬ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তার মধ্যে রয়েছে সিপিএম দলের উপ-প্রধানের ছেলে। পান্ডব পুরে যোগদান সভায় সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদানকারী নবাগতদের দলে বরণ করে নেন বিজেপি সিপাহীজলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, উপস্থিত ছিলেন কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সভাপতি দুলাল সরকার পার্থ সরকার হরেকৃষ্ণ ধর সিপাহীজলা জেলা মাইনোটি মোর্চার সভাপতি স্বপন মিয়া, মন্ডল যুব মোর্চার সভাপতি চন্দন বনিক সহ একাধিক নেত্রী বর্গ। তবে আগামী ২০২৩ নির্বাচনকে সামনে রেখে বিজেপির এই যোগদান সভা ও মাইনরিটি ভোটে থাবা বসানো আগামী নির্বাচনে বিজেপিকে সামনের সারিতে রাখবে তা বলাবাহিল্য।