Home » লোকনৃত্য বিভাগে তৃতীয় পুরস্কার পেল ত্রিপুরা

লোকনৃত্য বিভাগে তৃতীয় পুরস্কার পেল ত্রিপুরা

by admin

প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ দিল্লীতে অনুষ্ঠিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ও রাষ্ট্রীয় যুব উৎসবে লোকনৃত্য বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো ত্রিপুরার লোকনৃত্য দল৷ গতকাল থেকে রাজধানী দিল্লিতে শুরু হয়েছিল বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ-২০২৫৷ আগামীকাল জাতীয় যুব দিবসের মধ্যে দিয়ে তিনদিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হতে চলা এই অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে সারা ভারত থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ৩ হাজার যুবাকে বাছাই করা হয়েছে৷ তাদের নিয়েই চলছে এই অনুষ্ঠানটি৷ সেখানে চলছে বিভিন্ রাজ্যের নিজস্ব সংস্কৃতি নিয়ে উপস্থাপনা এবং প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিযোগীরা ঐতিহ্যবাহী লোকনৃত্য করে দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে৷
রাষ্ট্রীয় মঞ্চে ত্রিপুরাকে গৌরবান্বিত করায় লোকনৃত্য দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এদিন তিনি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতির এই উজ্জ্বল প্রতিনিধিত্ব আমাদের সবাইকে গর্বিত করেছে।

You may also like

Leave a Comment