131
- ধর্মনগর
রাজ্য সহ বহির্রাজ্যে ত্রাসসৃষ্টিকারি উত্তর ত্রিপুরার কুখ্যাত ডাকাত সর্দার নাজিমকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে একের পর এক সাফল্য পেয়ে চলছে ত্রিপুরা পুলিশ।এতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।গত চারদিন ধরে নাজিমকে নিজের হেফাজতে রেখে টানা জিঙ্গাসাবাদ করছেন চুরাইবাড়ি থানার ইন্সপেক্টর ওসি সমরেশ দাস।এতে বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর খবর।ধৃত নাজিম ডাকাতি কান্ডের আগে বিভিন্ন বাড়ির মহিলাদের উপর পাশবিক লালসাও চরিতার্থ করত বলে অকপটে স্বীকার করে।গত কয়দিন আগে সে কদমতলা এলাকার এক ডেরা থেকে অস্ত্রশস্ত্র সহ ধরা পড়ে।বর্তমানে তার স্বীকরোক্তিতে পুলিশি তদন্তে মোটর বাইক উদ্ধার সহ এক স্বর্ণ ব্যবসায়ী ধরা পড়ে।তার বয়ানের ভিত্তিত্বে গতকাল এক পুলিশি অভিযানে কদমতলা থানার ইচাই লালছড়ার বাসিন্দা বিকাশ দেবনাথের বাড়ি থেকে একটি চুরিকৃত বিলাসী গাড়ি উদ্ধার হয়।এই গাড়িটি সে বেঙ্গালুরু থেকে চুরি করে এনে এখানে বিক্রি করে বলে অভিযোগ।ধৃত নাজিমের বয়ানের সুত্র ধরে আরও ডাকাতি কান্ড সহ চুরি ছিনতাই ও ধর্ষনের মত জঘন্যতম কান্ডের জট খুলবে বলে আশাবাদি উত্তর ত্রিপুরা পুলিশ।