
প্রতিনিধি, বিশালগড়, ১১ ফেব্রুয়ারি।। প্রচারে ঝড় তুলেছে বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের দুই প্রান্তে দু’টি জনসভা সম্বোধন করেছেন। রবিবার দুপুরে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে সুবিশাল বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপির সাংগঠনিক জেলা সিপাহীজলা (উত্তর) জেলার পাঁচটি বিধানসভার প্রার্থীদের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার জোর কদমে চলছে মঞ্চ নির্মাণ থেকে শুরু করে প্রচার সজ্জা ইত্যাদি কাজ। শনিবার রাতের মধ্যে সকল কাজ সম্পন্ন হবে। কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আরক্ষা প্রশাসন। শনিবার থেকে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। শনিবার জনসমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। তিনি জানান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আঠারো সালে পরিবর্তনের অন্যতম কান্ডারী। তিনি আবার রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য রাজ্যে আসবেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সফরকে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে বলে তিনি জানান। এদিন চড়িলাম বিশালগড় কমলাসাগর গোলাঘাটি মন্ডল থেকে কার্যকর্তা এবং সমর্থকরা অংশ নেবে সমাবেশে।