প্রতিনিধি, বিশালগড় , ১১ ফেব্রুয়ারি।। ভোটের মুখে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র জারি রেখেছে বামগ্রেস। রাতের অন্ধকারে নাশকতা মূলক কাজ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
চড়িলাম বিধানসভার কৃষ্ণ সঙ্ঘ এলাকায় বিজেপির ২২ নম্বর বুথ অফিস আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত মেনে রাত দশটার পর সকল বুথ অফিস বন্ধ রাখে বিজেপি। কিন্তু দুষ্কৃতকারীরা নির্জনতার সুযোগ নিয়ে নাশকতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে করে ভোটের মুখে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। খবর পেয়ে শনিবার
সকালে বুথ অফিসটি পরিদর্শনে যান বিজেপির কার্যকর্তারা। বিজেপির জেলা সহসভাপতি অমল দেবনাথ জানান পরাজয়ের আতঙ্কে ভুগছে বিরোধী দল। তাই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। প্ররোচনা দিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ করবে বিজেপি।
চড়িলামে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র বামগ্রেসের
80