ধর্মনগর প্রতিনিধি। রাজ্য থেকে লক্ষাধিক টাকার বিলিতি মদ প্রতিদিন বেরিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল। আজ ধর্মনগর থানার পুলিশ দুটি স্পেশাল গাড়িকে আটক করলো যে গাড়িগুলিতে লক্ষাধিক টাকার বিলিতি মদ রয়েছে বলে অভিযোগ উঠে আসছে। দুটি গাড়ি এমজেড 01y 53 24 এবং এম জেড জিরো সিক্স নাইন থ্রী নাইন ওয়ান প্রথমে গাড়ি দুটি বটরসি হয়ে যাওয়ার চেষ্টা করছিল পরবর্তী সময় দিক পরিবর্তন করে বাগ বাসার দিকে যাওয়ার সময় রাজবাড়ীতে ধর্মনগর থানার পুলিশ এই গাড়ি দুটিকে আটক করে। গাড়ি দুটিতে লালরুকুমা সাইলু এবং লালমুকলিয়ানা নামে দুইজন চালক ছিল। বিলেতি মদগুলি ধর্মনগর সরকারি কাউন্টার থেকে কিনে মিজোরাম যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধর্মনগর থানার পুলিশ এই দুটি গাড়িসহ চালকদের ধর্মনগর থানায় ধরে নিয়ে আসে। পরবর্তী সময়ে অভিরূপ শর্মা নামে এক ব্যক্তি এসে পুলিশের সাথে বিরতি মদ এবং গাড়িগুলি সম্পর্কে যোগাযোগ করে। ধর্মনগর থানার পুলিশ লক্ষ টাকার উপরে মদগুলিকে রেখে গাড়ি সহ চালককে ছেড়ে দিতে বাধ্য হয়। উল্লেখ্য ব্যক্তিটি আইনের দিক দিয়ে বেশ পরিপক্ক এবং ট্যাক্স এর ব্যাপারে অন্যদেরকে ভালই জ্ঞান আছে তাই ওনার পরামর্শে ধর্মনগর থানার পুলিশ আসতে বাধ্য হয়।
লক্ষাধিক টাকার বিলিতি মদ সহ দুটি মিজোরাম যাওয়ার জন্য গাড়িসহ আটক করল ধর্মনগর থানার পুলিশ।
by admin
written by admin
146
previous post