প্রতিনিধি, বিশালগড়, ১১ মে।। পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুই নেশা কারবারি। একজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। অপর বাইক আরোহী পালিয়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার বিকালে জাতীয় সড়কের চড়িলামে। ব্রাউন সুগারের বাক্স বোঝাই করে বাইকে চেপে সোনামুড়া যাচ্ছিল দুই নেশা কারবারি। বিশালগড় বাইপাসে তাদের সিগনাল দেয় পুলিশ। কিন্তু দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে পালানোর চেষ্টা করে তারা। যদিও শেষ রক্ষা হয়নি। চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তারা। একটি মালবাহী গাড়িতে ধাক্কা খেয়ে জাতীয় সড়কে ছিটকে পড়েন দুই বাইক আরোহী। জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে ব্রাউন সুগারের বক্স। মূহুর্তের মধ্যে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এর আগেই পালিয়ে যায় নেশা কারবারি আবু তাহের। তার বাড়ি সোনামুড়ার ধনপুরে। অপর নেশা কারবারি কবির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কবির উদ্দিনকে বাড়ি যাত্রাপুর থানার বড়নারায়ন এলাকায়। মোট ৮১ টি ব্রাউন সুগার কৌটা ভরতি বক্স উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত তথ্য জানান সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। তিনি জানান উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য সোয়া কোটি টাকা। দুর্ঘটনার পর কিছু ব্রাউন সুগার স্থানীয় কয়েকজন সরিয়ে নিয়েছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। পলাতক নেশা কারবারি আবু তাহেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান জারি রয়েছে। দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালক আহত হয়েছে। গাড়ি এবং নেশা পাচারে ব্যবহৃত টিআর ০৭ সি ৬৫৯৮ নম্বরের বাইক বাজেয়াপ্ত করেছে বিশালগড় থানার পুলিশ।
182
previous post
কৃষকের জমির ফসল খেত কেটে নষ্ট করে দিল দুষ্কৃতী
next post