Home » কিষান মোর্চার আনন্দবাজারে বাজার সভা ও যৌথ মিছিল।

কিষান মোর্চার আনন্দবাজারে বাজার সভা ও যৌথ মিছিল।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
কাঞ্চনপুর মন্ডলের প্রত্যন্ত এলাকা আনন্দবাজার বাজারে কিষান মোর্চার আহবানে এক বাজার সভা ও যৌথ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় প্রদেশ সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল গফফার প্রদেশ সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস প্রদেশ সম্পাদক তথা হর্টিকালচার কর্পোরেশনের বোর্ড ডিরেক্টর ভাগ্যমোহন ত্রিপুরা কাঞ্চনপুরের সম্মানিত বিধায়ক ফিলিপ রিয়াং বিজেপি প্রদেশ কমিটির সদস্য সনজিত রিয়াং বিজেপি কাঞ্চনপুর মন্ডল সহ-সভাপতি ক্ষুদিরাম রিয়াং ত্রিপরা মথা স্থানীয় নেতৃত্ব সুরেশ রিয়াং এবং আইপিএফটি নেতৃত্ব উদরাম রিয়াং। প্রথমে তিন দলের পতাকা সমৃদ্ মিছিল আনন্দবাজার বাজার প্রদক্ষিণ করে, পরবর্তী সময় বাজার সভা অনুষ্ঠিত হয়। বাজারসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়ক সিপিএমের আমলে মানুষের উপর যে জুলুম হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন এবং বর্তমানে রাজ্যে যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়েছে তার উল্লেখ করে এবং জাতির জনজাতির উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে মহারানী কৃতি সিং দেববর্মা কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সনজিৎ রিয়াং ও উদরাম রিয়াং।
উভয় বক্তা সিপিএম এবং কংগ্রেসের আমলের বিভিন্ন কীর্তিকলাপের বিস্তৃত আলোচনা করেন এবং বর্তমান সরকারের আমলে যেসব সুযোগ সুবিধা পাওয়া গেছে তার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। প্রধান অতিথির ভাষণে বিজেপি কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরার জাতি জনজাতি বই অংশের মানুষের যে উপকার হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন ২০১৪ থেকে সবচাইতে বেশি উপকৃত হয়েছেন ভারতের কৃষক সমাজ এবং ত্রিপুরার কৃষকের কি কি উপকার হয়েছে? তার পরিসংখ্যান দিয়ে আলোচনা করেন । সিপিএম এবং কংগ্রেস জুম চাষীদের কে নিয়ে শুধু আলোচনা করেছে উপকার করেনি ডবল ইঞ্জিন সরকারের আমলে প্রথমবারের মতো ত্রিপুরায় জুম চাষীদের কে উচ্চ ফলনশীল জুম ধান বীজ বিতরণ করা হয়েছে যার ফলে বর্তমানে জুমে ধানের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। রাজ্যে যোগাযোগ ব্যবস্থা পানীয় জল স্বাস্থ্য পর্যটন শিক্ষা কৃষি সবকিছুতে উন্নয়নের জোয়ার চলছে, এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

You may also like

Leave a Comment