প্রতিনিধি মোহনপুর:-পূর্ব ঘোষণা মোতাবেক ১ নং সিমনা বিধানসভা, ২ নং মোহনপুর বিধানসভা এবং ৩ নং বামুটিয়া বিধানসভাতে হোম ভোটিং হয়েছে বুধবার। বৃদ্ধি, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধা ভোগীরা।
মোহনপুরে মহকুমাশাসক তথা এআরও সুভাষ দত্ত জানান সকাল ৯ টা থেকেই ভোট গ্রহণের জন্য বেরিয়ে গেছেন ভোটগ্রহণের কাজে নিয়োজিত কর্মীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। তবে এই ভোটগ্রহণকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন বিভিন্ন সেক্টরের বিভক্ত এলাকাতে কর্মীরা মানুষের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ কম্পার্টমেন্ট তৈরি করে ভোট গ্রহণ করেছেন। এদিন এলাকার বৃদ্ধ ভোটাররা এই নতুন প্রক্রিয়ায় বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগের কারণে অসুস্থ এবং বৃদ্ধ ভোটারদের অত্যন্ত সুবিধা হয়েছে বলে আশা ব্যক্ত করেছেন ভোটাররা। মহকুমা শাসক জানিয়েছেন যদি কিছু সংখ্যক ভোট গ্রহণের সময়সল্পতার কারণে বাকি থাকে সেগুলো আগামী ১২ তারিখ গ্রহণ করা হবে।
মোহনপুরে অনুষ্ঠিত হলো হোম ভোটিং
171
previous post