শান্তির বাজার প্রতিনিধি: রাজস্থান ,মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে বিজেপির বিপুল জয়ের উল্লাসে আজ শান্তিরবাজার মহকুমায় অন্তর্গত বীরচন্দ্র মনু মন পাথর বাজারে শত শত বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে বিজয় মিছিল সংগঠিত করেন শান্তির বাজার মন্ডলের উদ্যোগে। আজকে এই বিজয় মিছিল বীরচন্দ্র মনু বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ৮ নং জাতীয় সড়ক এবং মন পাথর বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে বাজার সভায় মিলিত হয়। কর্মী সমর্থকদের সঙ্গে এই বিজয় মিছিলে পায়ে পা মেলালেন শান্তিরবাজার বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগমগ ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য করুনা রিয়াং , মন্ডলের সহ-সভাপতি বিকাশ সেন, মন্ডলের সহ-সভাপতি রমেশ রিয়াং, প্রাক্তন মন্ডল সভাপতি অশোক সেন, মন্ডলের সদস্য ও দেবাশীষ ভৌমিকভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মিছিল শেষে বাজার সভা রাজ্য এবং মন্ডল নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে আশা প্রকাশ করেন আগামী ২০২৪ শে লোকসভা নির্বাচনে আমরা শুধু জয়ের অপেক্ষায় করছি স্নেহ পরায়ন নেতা মোদীজিকে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী করার জন্য। আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি। পাশাপাশি আরো বলেন রাজ্যের লোকসভা নির্বাচনে যেই দুটি আসন রয়েছে সেগুলি বিজেপি প্রার্থী দের বিপুল ভোটে জয়ী করে নরেন্দ্র মোদির সরকারকে উপহার দেবেন। বিজেপি শান্তিরবাজার মন্ডলের উদ্যোগে আজকের এই বিজয় মিছিল কে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
141