Home » সৌরভ দেবকে নিজ বাড়ি থেকে আটক করল মহিলা থানার পুলিশ।

সৌরভ দেবকে নিজ বাড়ি থেকে আটক করল মহিলা থানার পুলিশ।

by admin

মৃত কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবারের অভিযোগ মূলে গতকাল রাতে সৌরভ দেবকে নিজ বাড়ি থেকে আটক করল মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার সৌরভ দেব কে আদালতে তোলা হলে মাননীয় আদালত তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়ে দেয়। উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন পত্রিকা সাম্প্রচারিত হয়,নিভে গেল কলেজ পড়ুয়া ছাত্রী চন্দনা দাসের জীবন দীপ। ভালোবাসায় প্রতারিত হয়ে পাড়ি দিল অজানা দেশে। মঙ্গলবার সকাল দশটা পনের মিনিট নাগাদ আগরতলার জিবি হাসপাতালে
মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সোমবার সকালে প্রণয় সংক্রান্ত ঘটনার জেরে বিষপান করে উক্ত কলেজ পড়ুয়া ছাত্রী। ছাত্রীর বাড়ি খোয়াইয়ের জাম্বুরা এলাকায়। ছাত্রীর পিতা পেশায় একজন অটোচালক। অনেক দুঃখ কষ্ট সহ্য করে মেয়েকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস মেয়েকে এভাবে হারাতে হবে তা তিনি কখনো কল্পনাও করেননি। চন্দনা ছিল খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের চতুর্থ সেমিস্টারে ছাত্রী।পরিবার সূত্রে জানা যায় যে সোমবার বেলা 11 টা নাগাদ নিজ ঘরে পরিবারের সদস্যদের অলক্ষে কীটনাশক ঔষুধ পান করে নেয় উক্ত ছাত্রী। বিষপানের কিছুক্ষণ পর সে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । বিষয়টি নজরে আসে পরিবারের লোকদের। সঙ্গে সঙ্গে উক্ত ছাত্রীকে নিয়ে পরিবারের লোকরা ছুটে যায় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে উক্ত-চাত্রীকে সংকটজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চন্দনার মৃত্যুর খবর জানতে পেরে গোটা পরিবার বাকরুদ্ধ হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরের পর চন্দনার নিথর দেহ নিজ বাড়িতে পৌঁছালে গোটা গ্রামের মানুষ এবং তার সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে চন্দনার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায় যে একই ক্লাসে পাঠরত এক ছাত্র সৌরভ দেবের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে উক্ত ছাত্রীর। সৌরভের বাড়ি খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি এলাকায়। সম্প্রতি চন্দনা জানতে পারে কলেজের একাধিক ছাত্রীর সাথে প্রণয়ের সম্পর্ক রয়েছে সৌরভের। এই বিষয়টিকে কেন্দ্র করে দুজনের মধ্যে মতানৈক্য তৈরি হয়। আর এই মতানৈক্যের ফলে এই ধরনের সিদ্ধান্ত নেয় ছাত্রী টি এবং বিষপানে করে বসে সে। যার পরিণতিতে অকালেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে। জানা যায় অচিরেই সৌরভের বিরুদ্ধে থানার দারস্ত হচ্ছে ছাত্রীর পরিবার। এইদিকে চন্দনার সহপাঠীরাও সৌরভের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষুভ বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকাবাসির মধ্যে।

You may also like

Leave a Comment