Home » বিশালগড়ে এসকফ বোঝাই গাড়ি আটক

বিশালগড়ে এসকফ বোঝাই গাড়ি আটক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ।। বাংলাদেশে পাচারকালে এসকফ বোঝাই গাড়ি আটক করেছে বিশালগড় থানার পুলিশ। পুলিশ এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে গকুলনগর হরিশনগর চা বাগান এলাকায় এসকফ বোঝাই বোলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়। গাড়িতে ২০ কার্টুন এসকফ রয়েছে। প্রতি কার্টুনে ১৬০ বোতল এসকাপ ছিল। গাড়ির চালক জয়নাল আবেদীন কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা সামগ্রী পাচারের মূল পান্ডাকে জালে তুলতে চাইছে পুলিশ।

You may also like

Leave a Comment