Home » সিপাহীজলা দ্বাদশে কম্পিউটার শিক্ষা শুরু

সিপাহীজলা দ্বাদশে কম্পিউটার শিক্ষা শুরু

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১০ জানুয়ারি।। বিশালগড় মহকুমার সিপাহীজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে কম্পিউটার ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার কম্পিউটার হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। ছিলেন সমাজসেবক অভিজিৎ ঘোষ, সঞ্জিত দাস, এসএমসি চেয়ারম্যান শচীন্দ্র দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাগন। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরি। কম্পিউটার ছাড়া আধুনিক শিক্ষা অসম্ভব। তাই ছাত্র ছাত্রীদের দাবি মেনে আধুনিক কম্পিউটার শিক্ষা চালু করা হয়েছে। গ্রামের ছেলে মেয়েরা বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর্থিক অস্বচ্ছতা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এখন থেকে স্কুলেই শিখতে পারবে কম্পিউটার। ক্লাস করার জন্য কম্পিউটার ছাড়াও প্রজেক্টার দেয়া হয়েছে।

You may also like

Leave a Comment