প্রতিনিধি, গন্ডাছড়া ১০ জানুয়ারি:- রাইমাভ্যালীতে ত্রিপ্রা মথা ত্যাগ করে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। প্রায় প্রতিদিনই রাইমাভ্যালী বিধানসভা এলাকার কোন না কোন জায়গায় উঠানসভা, গরুয়াসভা, জনসভার মধ্য দিয়ে যোগদান পর্ব চলছে। এখন মন্ডল কার্যালয়ে পর্যন্ত এসে তিপ্রা মথার কর্মীরা বিজেপি দলে যোগদান করছে। মঙ্গলবার দেখা যায় এমনই একটি ঘটনা। এদিন রাইমাভ্যালী মন্ডল কার্যালয়ে এসে তিপ্রা মথা দলের সমর্থক মির্গাচরন চাকমা তার গোটা পরিবার নিয়ে বিজেপি দলে যোগদান করেন। সেখানে নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। এছাড়া যোগদান পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, জেলা সম্পাদিকা সতী চাকমা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা। যোগদান পর্ব শেষে মন্ডল সভাপতি জানান আসন্ন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাইমাভ্যালীতে বিরোধী দলে ফাটল দেখা দিচ্ছে। এলাকার মানুষ বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি ছাড়া রাজ্যের উন্নয়ন কোন অবস্থাতেই সম্ভব না। তিনি জানান গত পাঁচ বছর গোটা রাজ্য জুড়ে শান্তির পরিবেশ বিরাজ করছে। একদিকে শান্তি অন্যদিকে উন্নয়নের জোয়ার বইছে। এমত অবস্থায় রাজ্যের মানুষ চাইছে ২০২৩ এ আবার বিজেপি সরকার।
111
next post