Home » বাংলাদেশের সনাতনীদের উপর হামলার ঘটনায় নজর রাখছে ভারত সরকার : ডক্টর মানিক সাহা

বাংলাদেশের সনাতনীদের উপর হামলার ঘটনায় নজর রাখছে ভারত সরকার : ডক্টর মানিক সাহা

by admin

প্রতিনিধি, উদয়পুর :- শ্রীল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্যজন্ম শতাব্দি উপলক্ষে বিরাট সনাতন ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১১ টায় নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে । ৮ই নভেম্বর সন্ধ্যায় এই সম্মেলনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছিল। শনিবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। এদিন সম্মেলনে প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়া ছিলেন , অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় , জিতেন্দ্র মজুমদার সহ বিভিন্ন মহারাজ ও সাধুসন্ত । এদিন মহাসম্মেলনে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , ১৯৮০ সালে এই রাজ্যে এক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল । সে সময় শান্তি কালির উপরও আঘাত আনা হয়েছিল । সে সময় চিত্ত মহারাজ ওনার গুরুর পথে চালিত হয়ে এক শান্তির পরিবেশ বর্তমানে নিয়ে এসেছে। ভারত সরকার ইতিমধ্যেই তাকে পদ্মশ্রী সম্মান দিয়েছে চিও মহারাজ কে । যা খুবই প্রশংসা যোগ্য । পরে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের যেভাবে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে তা ভারত সরকার সম্পূর্ণ বিষয়টি দেখছে । মুখ্যমন্ত্রীর এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন , হাজার হাজার বছর আগে সনাতনীদের উপর আক্রমণ হয়েছে কিন্তু তাদেরকে নড়াতে পারেনি । তাই সাবধান হতে হবে যারা আক্রমণ করছে তাদেরকে । মুখ্যমন্ত্রী বলেন , যারা ৩৫ বছর ধরে রাজত্ব করেছে তারা এই রাজ্যে এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিলো এর ফলে এক নাস্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে। কখনো ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে সে সময়কার মন্ত্রী অথবা বিধায়ক মায়ের মন্দিরে যেতে কেউ দেখেনি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সকল নাস্তিককে আস্তিকের পথে আনার জন্য এক পরিবেশ সৃষ্টি করেছে। যা এই রাজ্যের মধ্যে সাধু-সন্ত থেকে শুরু করে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে । বর্তমান সরকার শান্তির বার্তা নিয়ে চলছে প্রতিটা মুহূর্তে রাজ্যজুড়ে। কিন্তু যেসব মানুষ কিছুদিন পর পর ধর্মের সুড়সুড়ি দিয়ে এক অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে রাজ্যে তাদেরকে কখনো ছাড়া হবে না বলে হুশিয়ারিদের মুখ্যমন্ত্রী । সনাতন ধর্ম মহাসম্মেলনে এদিন মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উদয়পুর কলেজ মাঠে প্রশাসনিক নিরাপত্তা ছিল জোরদার ।

You may also like

Leave a Comment