বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান উপলক্ষে। শনিবার খোয়াই জেলা গ্রন্থাগারে বাংলা আকাডেমি খোয়াই জেলা কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। প্রথমেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানানোহয় । এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট কবি সাহিত্যিক মনোরঞ্জন গোপ বলেন, বর্তমান প্রজন্মে বাংলা ভাষার প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে। সভ্যতার বিকাশের সাথে সাথে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু বাংলা ভাষা বাঙালি জাতির মাতৃভাষা, আর এই মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান প্রদানের লক্ষ্যে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে । তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে পুরো পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বাংলা ভাষাকে ধ্রুপদী রূপে গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ দিনের এই অনুষ্ঠানে খোয়াই এর বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথশর্মা, বাংলা একাডেমির জেলা সভাপতি মনোরঞ্জন গোপ, উপস্থিত ছিলেন কাউন্সিলর পিযুশ কান্তি চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী অভিজিত দত্ত ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান উপলক্ষে।
24