প্রতিনিধি, গন্ডাছড়া ১০ নভেম্বর:- প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বুদ্ধ রীতি অনুযায়ী রবিবার গন্ডাছড়া অমূল্য ধন পাড়ায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এদিন শত শত পুণ্যার্থীর সমারোহে গিরিমানন্দ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বুদ্ধের বাণী হচ্ছে দান,শীল ও ভাবনা। তার মধ্যে ভাবনা ছাড়া বুদ্ধের প্রকৃত পথ নির্বান লাভ করা সম্ভব নয়। তাই নির্বান লাভের পূণ্য অর্জন করার জন্য শত শত পুণ্যার্থী এই ভাবনা কেন্দ্রে গিয়ে বুদ্ধের আশীর্বাদ গ্ৰহণ করে থাকে। আজকের এই মহতি পূণ্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমার চাকমা সমাজের সম্পাদক – জয়মনি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক -বিকাশ চাকমা,সাগর জিৎ চাকমা,নিপন চাকমা, চন্দ্র জয় চাকমা, দূর্গা চরণ চাকমা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে প্রচুর সংখ্যক পূণ্যার্থীর সমাগম ছিল লক্ষণীয়।
33