ধর্মনগর প্রতিনিধি। আবারো উত্তর জেলার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য অর্জন করল। প্রায় ২৫ কোটি টাকার হিরোইন সহ দুইজনকে গ্রেফতার করল দান ছড়া থানার পুলিশ। গোপন সূত্রে ভিত্তিতে উৎপেতে বসেছিল দাম ছড়া থানার পুলিশ। hyundai টিআর ০১ বিডব্লিউ 0595 নম্বরের একটি গাড়িকে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ১৭৭ প্লাস্টিক কে স ধরা পড়ে যার মধ্যে ২ কেজি ২১২ গ্রাম হিরোইন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে সাহিদুল রহমান বয়স 35 বছর, পিতা মৃত সিদ্দিকুর রহমান কুলুবানী,সোনা মোড়া এবং অপরজন জসীমউদ্দীন বয়স ৩৫ বছর পিতা আলকাস মিয়া ঠাকুরমোড়া সোনামুড়া। উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানিয়েছেন এই হিরোইনের কালোবাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা হবে । দীর্ঘদিন কোন ধরনের নেসা জাতীয় সামগ্রী ধরার জন্য উত্তর জেলা পুলিশ আবার সাফল্য অর্জন করল পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে।
133
previous post