Home » রাতের অন্ধকারে সরকারি গাড়ি চুরি

রাতের অন্ধকারে সরকারি গাড়ি চুরি

by admin

প্রতিনিধি, উদয়পুর :- রাতের অন্ধকারে ত্রিপুরা সরকারের আরডি দপ্তরের সরকারি গাড়ি চুরি । ঘটনার শনিবার রাতে উদয়পুর ফুলকুমারী এলাকায় । রবিবার সকালে গাড়ি চালক টিটু নাগ উদয়পুর রাধা কিশোরপুর থানায় চুরি যাওয়ার ঘটনার এই বিষয়ে পুলিশকে জানানোর পর পুলিশ তদন্তে নামে। ঘটনার বিবরণে জানা যায় , অন্যান্য সময় আর ডি দপ্তরের গাড়িটি অফিসের গ্যারেজ ঘরে রাখা হতো। কিন্তু টিটু নাগ শনিবার নিজ বাড়ির সামনে গাড়িটি রেখে দেয়। পরবর্তী সময় ঘটে এই চুরির ঘটনা। পরে পুলিশ এই ঘটনায় খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা রয়েছে সরকারি গাড়িটি। পরে মেলাঘর থানার সাহায্য নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ গাড়িটিকে রবিবার সন্ধ্যায় উদ্ধার করে উদয়পুর রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে । কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে সরকারি গাড়ি উদয়পুর থেকে পার করে সোনামুড়া মহকুমায় নিয়ে যাওয়া হয়েছে ? পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে গাড়ি চালক টিটু নাগ কে জিজ্ঞাসাবাদ করা হবে । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি উদয়পুর জুড়ে ।

You may also like

Leave a Comment