প্রতিনিধি, বিশালগড় , ৯ এপ্রিল।। অবশেষে পুলিশের জালে বিশালগড়ের সাংবাদিক প্রসেনজিৎ রায়ের ওপর প্রাণঘাতী হামলায় অভিযুক্ত পুলক রায়। ঘটনার নয়দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । গত ১ এপ্রিল সন্ধ্যায় বিশালগড়ের সাংবাদিক প্রসেনজিৎ রায় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হয়। বিশালগড় আমবাগান এলাকার বিন্দু রায় এবং তার পুত্র পুলক ড্রাইভার সুজিৎ নম মিলে প্রসেনজিৎ রায় কে নিগৃহীত করে। বিদ্যুৎ রায় সাংবাদিককে হুমকি দেয়। হামলায় আহত হয় সাংবাদিক প্রসেনজিৎ রায়। মাথায় আগাত লেগেছে। বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। ঘটনার পর মহকুমার সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়ে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে। ঘটনার কিছুক্ষণের মধ্যে মূল অভিযুক্ত বিন্দু রায়কে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। পরদিন গ্রেপ্তার হয় সুজিৎ নম। দুজনেই বর্তমানে জেল হাজতে রয়েছে। প্রায় নয়দিন ধরে পলাতক ছিল পুলক রায়। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে বিশালগড় থানার পুলিশ।
141