ধর্মনগর প্রতিনিধি।
মাতৃশক্তির আর্থসামাজিক উন্নয়নে আত্মনির্ভর মহিলা শক্তি নির্মাণের লক্ষ্যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্প বিষয়ক আলোচনা, বোনদের সফলতার কাহিনী ও মতবিনিময় করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় নিজেদের উন্নত জীবন যাত্রার সফলতার কাহিনী তুলে ধরেন এস এইচ জির বোনেরা এবং লোকেল ফর ভোকেল এর উপর ভিত্তি করে তাদের তৈরি সামগ্রী বাজারজাত করা ও চাহিদা বৃদ্ধিতে উষ্মা প্রকাশ করেন।
উত্তর ত্রিপুরা জেলা অন্তর্গত বিভিন্ন ব্লক,পুরপরিষদ,নগর পঞ্চায়েত ও ভি সি থেকে দিদি বোনেরা অংশগ্রহণ করেন।সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস , উত্তর ত্রিপুরা জেলা সাধারণ সম্পাদক তথা শক্তিবন্দন উত্তর ত্রিপুরা জেলা ইনচার্জ কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী তথা শক্তিবন্দন উত্তর ত্রিপুরা জেলা কর্ডিনেটর রূপালী অধিকারী, সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ , ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার , কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান এডভোকেট বিদ্যা ভূষণ দাস, প্রদেশ মহিলা মোর্চার সম্পাদিকা লিপিকা বরুয়া , যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস সহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।
শক্তিবন্দন উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এস এইচ জি ও এন জি ও CLF & ALF পদাধিকারী দিদি,বোনদের নিয়ে জেলা স্তরীয় শক্তিসংবাদ চায়পেচর্চা আজ অনুষ্ঠিত হয়।
115