ধর্মনগর
উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য কন্ট্রোল সোসাইটির আর্থিক সহযোগিতায় কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয় প্রাঙ্গণে এইচআইভি এইডস এবং ড্রাগস এর উপর এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় ৯ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে। এই সচেতনতা কর্মসূচি উপলক্ষে ঐদিন সেমিনার, এইচআইভিএইডস এবং ড্রাগস এর উপর বক্তৃতা প্রতিযোগিতা এবং ওপেন কুইজ এর আয়োজন করা হয়। দুপুর ১২ঃ০০ ঘটিকায় প্রদীপ প্রজন্মের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপু দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্ভাবনী সামাজিক সংস্থার সভাপতি প্রীতম মালাকার। এইচআইভি এইডস এবং ড্রাগসের উপর বিশদ আলোচনা রাখেন ডক্টর গৌতম চাকমা, মেডিকেল অফিসার , আইসিটিসি , কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল। বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীরা যথাক্রমে পল্লবী দে, সুজন নাথ, রাজ নাথ । তাদের হাতে শংসাপত্র তুলা তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে অতিথিদের দ্বারা। এছাড়াও ওপেন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ট্রফি তুলে দেওয়া হয়। প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার পক্ষে সদস্য সৈকত দাস।
উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য কন্ট্রোল সোসাইটির আর্থিক সহযোগিতায় কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয় প্রাঙ্গণে এইচআইভি এইডস এবং ড্রাগস এর উপর এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়
124