
ধর্মনগর প্রতিনিধি।
রাস্তা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে দা লাঠি দিয়ে আক্রমণ অপর এক ব্যক্তির। এই ঘটনায় গুরুতর আহত অসিত দে (বিজিত) নামের এক ব্যক্তি। আহতকে দেখতে এসে হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্বশুর সজল পাল । ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি ৭নম্বর ওয়ার্ডে। অসিত দের কাকা গৌরাঙ্গ দের কাছ থেকে জানা গেছে টেকনি এলাকার বাসিন্দা অসিত দে প্রতিদিনের মতো তার অটো নিয়ে বাড়িতে আসতে গেলে সুমন দেব ও আত্মীয়স্বজন মিলে তার রাস্তা আটকিয়ে প্রথমে থাকে মারধর করে। পরবর্তীতে বাড়ি যেতে চাইলে তাকে তুলে নিয়ে গিয়ে সুমনের বাড়ির উঠানে ফেলে তাকে দা ও লাঠি দিয়ে আক্রমণ চালায় সুমন সহ তার অন্যান্য আত্মীয় পরিজন । এই আক্রমণে অসিতের ডান পায়ে দায়ের কোপ লাগে, লাঠির আঘাতে তার মাথা ও মুখ থেকে রক্ত বের হতে থাকে। সুমন দেবের বাড়ির উঠান থেকে রক্তাক্ত অবস্থায় ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও অসিত দে এর আত্মীয় পরিজনরা আহত অসিতকে সেখান থেকে উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে আসেন। দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়। এই ঘটনার পর সুমনকে নিয়ে তার মা ও কাকা কদমতলা হাসপাতালে সুমনের চিকিৎসা করাতে আসলে স্থানীয় উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। উত্তেজিত জনতার অভিযোগ এই ঘটনার মাস্টার মাইন্ড সুমন আইনের হাত থেকে বাঁচতে অভিনয় করে এসেছে হাসপাতালে চিকিৎসা করাতে আসলে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই কোনরকম আক্রান্ত হয়নি। বর্তমানে তারা পুলিশের হেপাজতে রয়েছে। ঘটনার তদন্ত করছে কদমতলা থানার পুলিশ। এখন দেখা যাক এই ঘটনা মূলত কি কারনে হয়েছে তার রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয় ।