Home » ত্রিপুরায় পাচা‌রের মু‌খে পাঁচ কো‌টি টাকার ল‌রি বোজাই নেশাজা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত

ত্রিপুরায় পাচা‌রের মু‌খে পাঁচ কো‌টি টাকার ল‌রি বোজাই নেশাজা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত

by admin

ত্রিপুরায় পাচা‌রের মু‌খে পাঁচ কো‌টি টাকার ল‌রি বোজাই নেশাজা‌তিয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি‌তে।পলাতক চালক।** ফের নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে বড়সড় সাফল‌্য পেল বাজা‌রিছড়ার চুরাইবা‌ড়ি পু‌লিশ।র‌বিবার সকা‌লে ইউ‌পি(সে‌ভেন ফাইভ)এ‌টি(ফোর টু জি‌রো সে‌ভেন)নম্ব‌রের এক‌টি চৌদ্দ চাকার পেঁয়াজ বোজাই ল‌রি কলকাতা থে‌কে অস‌মের গুয়াহা‌টি হ‌য়ে শ্রীভূ‌মি জেলার আট নং জা‌তিয় সড়ক ধ‌রে ত্রিপুরায় প্রবে‌শের মু‌খে চুরাইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শে পৌছা‌লে গা‌ড়ি‌টি যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি।এ‌তে পেঁয়া‌জের বস্তার নিচ থে‌কে দু’শো চুরানব্বই কার্টু‌নে চুয়া‌ল্লিশ হাজার এক’শ বোতল নেশা জা‌তিয় এসকফ সিরাফ বা‌জেয়াপ্ত হয়।য‌ার কা‌লোবাজারী মুল‌্য অনুমা‌নিক পাঁচ টাকার মত হ‌বে ব‌লে পু‌লিশ সু‌ত্রে প্রকাশ।ত‌বে এ কা‌ন্ডে চালক পা‌লি‌য়ে গা ঢাকা দেওয়া‌তে তা‌কে আটক করা যায়‌নি ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।ত‌বে জব্দকৃত গা‌ড়ির মা‌লি‌কের না‌মে মামলা ঠুকা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন চুরাইবা‌ড়ি পু‌লি‌শের ইনচার্জ প্রণব বাবু।পু‌লি‌শের এ‌হেন নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন স্থানীয় স‌চেতন মহল।

You may also like

Leave a Comment