নিজস্ব প্রতিনিধি , আগরতলা :- বলদাখাল এলাকার বিজয় সরকার গতকাল পূর্ব আগরতলা থানায় একটি মামলা নথিভূক্ত করে জানায় যে ২৮ মে থেকে ৬ জুন পর্যন্ত তারা কৈলাসহর শ্বশুরবাড়িতে ছিল। সেই সুযোগে উনার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। ছয় তারিখ বাড়িতে এসে উনি দেখতে পায় উনার ঘরের জানালা ভাঙ্গা এবং আলমারী ভাঙ্গা অবস্থায়। উনি অভিযোগ করেন উনার ঘর থেকে সোনার কানের দুল দু জোড়া এবং একটি চেইন সহ ক্যাশ পঁচিশ হাজার টাকা চোরের দল নিয়ে যায়। এই ঘটনা তদন্ত নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ সুজিত দাস নামে এক চোরকে আটক করেন। তার কাছ থেকে একটি সোনার চেইন ও একজোড়া কানের দুল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেই চুরির ঘটনা এবং তার সঙ্গে বাপন দেবনাথ নামে আরেকজন জড়িত বলে সে জানায়। পুলিশ বাপন দেবনাথ কে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে আটক করলে অন্য জিনিসগুলো উদ্ধার করা যাবে বলে জানান পূর্ব আগরতলা থানা ওসি সনজিৎ সেন। আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।
143
previous post