Home রাজনীতি বিশালগড়ের নদীলাগ এবার উন্নয়নের পক্ষে

বিশালগড়ের নদীলাগ এবার উন্নয়নের পক্ষে

by admin
0 comment 89 views

প্রতিনিধি, বিশালগড়, ৮ এপ্রিল।। একই দিনে বিশালগড়ে ৪৮৩ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিশালগড়ের নদীলাগ মূলত বামদুর্গ হিসাবে পরিচিত। ২০১৮ সালে সেখানে প্রচার করতে পারেনি বিজেপির প্রার্থী। ২০২৩ সালেও বামেদের সঙ্গে ছিল নদীলাগ। এবার ভাঙন ধরেছে তথাকথিত লালদুর্গে। লোকসভা নির্বাচনে বামগ্রেস প্রার্থীকে মেনে নিতে পারছেনা তারা। তাই এবার নতুন দিশায় হাঁটতে চলছে নদীলাগ। বিশেষ করে বিধায়ক সুশান্ত দেবের কাজে খুশি তারা। তাছাড়া বিজেপির সবকা সাথ সবকা বিকাশ নীতিতে নদীলাগ এলাকায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সরকারি প্রকল্পের সুবিধা। তাই এবার সরাসরি উন্নয়নের শিবিরে মিশে যেতে চাইছে তারা। সোমবার ২৩৩ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের বরন করেন বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক সুশান্ত দেব বলেন উন্নয়ন আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবাসন প্রকল্পের ঘর থেকে শুরু করে সকল সরকারি প্রকল্পের সুবিধা রাম রহিম বিচার করে দেয়া হয়নি। একসময় সুবিধাবাদী রাজনৈতিক দল সিপিএমের নেতারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করেছে। ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছে। সিপিএমের ফাঁদে কেউ পা দেবেন না। সিপিএম উন্নয়ন বিরোধী। ওরা রাষ্ট্রের মঙ্গল চায়না। কাজেই আর ভুল সিদ্ধান্ত নেবেন না। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে। উন্নত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই নদীলাগের সব ভোট নরেন্দ্র মোদিকে দেয়ার আবেদন জানান তিনি। অন্যদিকে এদিন বিশালগড় বিধানসভার ধ্বজনগরে ২৫০ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতদের বরণ করেন বিধায়ক সুশান্ত দেব। ধ্বজনগর এবং নদীলাগ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে ছিল। গত দুই বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার প্রতিষ্ঠা হলেও ধ্বজনগর এবং নদীলাগ হাঁটে উল্টো পথে। এবারের লোকসভা নির্বাচনের মুখে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। সেখানকার সংখ্যালঘুরা দলে দলে ভিড়ছে বিজেপিতে।

Related Post

Leave a Comment