116
প্রতিনিধি,গন্ডাছড়া ৭ ফেব্রুয়ারি:- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে রাইমাভ্যালী মন্ডলেও প্রায় প্রতিদিনই কোন না কোন জায়গায় যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ গঙ্গানগরে বিজেপির আরো একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিপিআইএম এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ২০পরিবারের ৫৬ ভোটার বিজেপি দলে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক তথা এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ দলীয় অন্যান্য কার্যকর্তাগন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন এমডিসি। সেখানে আলোচনা করতে গিয়ে প্রদেশ কমিটির সম্পাদক কেন্দ্র এবং রাজ্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন।