
প্রতিনিধি, উদয়পুর :-
চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল মহারানী ফাঁড়ি থানা পুলিশ । জানা যায় , গত শনিবার দুপুর দুইটা নাগাদ মহারানী লাভ স্টোরি বাজার এলাকা থেকে টিআর ০৩ জে ৯০৮১ নাম্বারের একটি বাইক চুরি করে নিয়ে যায় রাজেশ দেববর্মা নামে এক যুবক । বাইক চুরি হওয়ার কিছু সময়ের পর বাইকের মালিক মুকিল রিয়াং মহারানী ফাঁড়ি থানায় একটি বাইক নিখোঁজের অভিযোগ জানায় । পরে পুলিশ এই অভিযোগ হাতে পেয়ে বাইক উদ্ধারের জন্য ময়দানে নামে । পরে ৫১ ঘন্টার পর সোমবার সন্ধ্যা নাগাদ সিপাহীজলা জেলার সোনামুড়া মহাকুমা থেকে বাইক চোর রাজেশ দেববর্মাকে হাতেনাতে আটক করে পুলিশ। সাথে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। পরে রাধা কিশোরপুর থানায় মহারানী থানার সেকেন্ড ওসি উদ্ধার হওয়া বাইক এবং বাইক চোরকে গ্রেফতার করে নিয়ে আসে । বাইক উদ্ধারের ঘটনায় স্বস্তির নিঃশ্বাস নেমে আসে বাইক মালিক তথা উপজাতি যুবক মুকিল রিয়াং এর মধ্যে।