প্রতিনিধি, বিশালগড় ,।। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলো বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বুধবার রাতে চড়িলামের রঙমালা এডিসি ভিলেজে নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ। সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে অভিযান সংগঠিত হয় । দু’টি বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৩৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। সেখানকার মঙ্গল দেববর্মার বাড়ি থেকে ১৪৮০ এবং শান্তরাম পাড়ার রামকুমার দেববর্মার বাড়ি থেকে উদ্ধার হয় ৩৮৯১ বোতল ফেন্সিডিল। রাতেই ফেন্সিডিল বাজেয়াপ্ত করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর সিআরপিএফ বাহিনী গোটা পাড়া ঘিরে ফেলে। অভিযানে ছিলেন এসডিপিও পান্নালাল সেন, বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ। ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে তল্লাশি অভিযান সংগঠিত করে পুলিশ। এসডিপিও পান্নালাল সেন জানান যারা অবৈধ নেশা সামগ্রী মজুত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি।
117