ধর্মনগর প্রতিনিধি।
রবিবার বিকালে বাগবাসা মন্ডলের অধীন কিষান মোর্চার উদ্যোগে ১০ নং বুথে লিপিকা দেবনাথ এর বাড়িতে উঠানসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা কিষান মোর্চার সভাপতি বৃন্দাবন নাথ সহসভাপতি লিপিকা দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মকর্তা। প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েত অধীন এই উঠানসভা অনুষ্ঠিত হয়। লিপিকা দেবনাথ বর্তমানে কিষান মোর্চার উত্তর জেলার প্রভারী এবং পৃষ্ঠা প্রমুখ হিসাবে কাজ করে চলেছেন। একান্ত সাক্ষাৎকারে লিপি কা দেবনাথ জানান এই কেন্দ্রে সবাই একসাথে কাজ করে যাবে। দল যাকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে তার প্রতি আশ্বস্ততা রেখে সবাই কাজ করে যাবে। এখানে গোষ্টি বাজির কোন স্থান নেই। এই কেন্দ্রে কিশান মোর্চা কোভিড পিরিয়ডে মানুষের সাহায্যে এগিয়ে আসা ,বিভিন্ন ধরনের সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে বছরজুড়ে কাজ করে থাকে। বিভিন্ন জাতি উপজাতি মিলিয়ে মোট ৪৭ হাজার ভোটার রয়েছে এই কেন্দ্রে। এবার এই কেন্দ্র থেকে বিজেপি দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়ে বলে তারা আশাবাদী।
কিষাণ মোর্চার বাগপাশা মন্ডল এ উঠান সভায় ব্যাপক সাড়া
104