
প্রতিনিধি,গন্ডাছড়া ৮ জানুয়ারি:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ৪৪ রাইমাভ্যালি মণ্ডল
তপশিলি জাতি মোর্চার উদ্যোগে রবিবার রামনগর এলাকায় এক উঠানসভা অনুষ্ঠিত হয়। এদিন রামনগর ভিলেজের দেবেন্দ্র দাস পাড়ায় অনুষ্ঠিত উঠানসভায় উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, কিষান মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি তথা ডুম্বুর নগর আর.ডি ব্লকের ভাইস-চেয়ারম্যান বিকাশ চাকমা, জেলা কমিটির সম্পাদিকা সতী চাকমা , মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি অতীশ চন্দ্র দাস, মন্ডল সম্পাদক সমীর দাস প্রমুখ। সেখানে আলোচনা করতে গিয়ে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা বলেন গত বিধানসভা নির্বাচনে তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত ভোটাররা সরকার গঠনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঠিক সেই ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনেও তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মন্ডল সভাপতি বলেন রাজ্য সরকার তপশিলি জাতি সম্প্রদায়ের উন্নয়নে একের পর এক কাজ করে যাচ্ছে এবং আগামীদিনেও পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আরো বেশি করে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মন্ডল সভাপতি আগামী বিধানসভা নির্বাচনে রাইমাভ্যালী কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য এখন থেকেই কর্মীদের প্রতিটি পাড়ায় পাড়ায়, বুথে বুথে প্রচার অভিযান তেজী করার আহ্বান জানান।