প্রতিনিধি , উদয়পুর :-
নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাতে নতুন রেকর্ড গড়ে ক্ষমতায় ফিরল বিজেপি। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় এইবার বিজেপির আসন ১৫৭ ছুঁয়েছে । ভেঙে গিয়েছে ১৯৮৫-র বিধানসভা ভোটে কংগ্রেসের ১৪৯টি আসনে জেতার রেকর্ড। ১৯৬০ সালে বম্বে রাজ্য ভেঙে তৈরি হওয়া ওই রাজ্যে কখনওই এমন বিপুল ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়নি। যা এই প্রথম গুজরাতে । গুজরাতে বিপুল ব্যবধানে জয়ের পর টুইট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আর এই জয় একেবারেই উত্তর-পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় এক বাড়তি অক্সিজেন জুগিয়েছে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের আগে । বিপুল ব্যবধানে গুজরাত জয়ের পর বৃহস্পতিবার বিকেলে বিজয় মিছিল বের হয় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে । এদিন বিজেপি বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা সভাপতি অভিষেক দেব রায় , ৩২ মাতারবাড়ি মন্ডলের মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা বিজয় মিছিল অংশ নেন । প্রত্যেকের কপালে রাজ তিলক ও গেরুয়া উত্তরীয় পড়ে কর্মী সমর্থকরা ব্যান্ড বাজনার তালে তালে মাতারবাড়ি থেকে এক বিজয় মিছিল বের করে । মিছিল থেকে দেশের প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী ও সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান বিজেপি নেতৃত্বরা । এই দিনের মিছিলে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বিজয়ী উল্লাস ছিল চোখে পড়ার মতো ।