ধর্মনগর প্রতিনিধি,,আনুমানিক বিকেল তিনটা নাগাদ যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন চন্দ্রনাথের আগর বাগানে দুষ্কৃতিদের দ্বারা আগুন লাগানোর অভিযোগ তুলেন বিধায়ক শৈলেন্দ্রনাথ। তিনি জানান যুবরাজনগর বিধানসভার তিলথই নোয়াপাশা এলাকায় উনার আগর বাগানে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় পাঁচশত আগর গাছ পুড়ে ছাই হয়ে যায়। যাতে প্রায় ১০ লক্ষ টাকা উনার ক্ষতি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পানিসাগর পুলিশকে অবগত করলে পানিসাগর থেকে পুলিশ এসে এলাকা পরিদর্শন করে যায়। উনার অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য বারবার বাগান গুলিতে আগুন ধরিয়ে দিচ্ছে।
উনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন এধরনের ধিক্কারজনক ঘটনা থেকে উনাকে যাতে রক্ষা করা হয় এবং এই ধরনের দুষ্ট চক্রকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা অবলম্বন করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠুরতম শাস্তি প্রদান করে।তার জন্য আবেদন করলেন বিধায়ক।
বিধায়ক এর আগর বাগানে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা।।
301