49
- প্রতিনিধি, বিশালগড়, ৭ ফেব্রুয়ারি।। বিশালগড় নেহাল চন্দ্রনগরের রাজেশ দাস কে নাবালিকা ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করেন বিশালগড় মহকুমা আদালতের বিচারপতি দেবাশীষ কর । শুক্রবার চুড়ান্ত রায় ঘোষণা করেন বিচারপতি। নরাধম রাজেশকে ১০ বৎসরের সশ্রম কারাদণ্ডাদেশ দিলেন আদালত। ঘটনার বিবরণে জানা যায় , রাজেশ দাস নেহাল চন্দ্রনগর এলাকারই এক নাবালিকা কন্যার বাড়িতে গিয়ে তার একাকিত্বের সুযোগে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে ২০১৯ সালের জুলাই মাসে। নাবালিকা কন্যাটি ২০২০ সালের এপ্রিল মাসে একটি কন্যা সন্তানের জন্ম দেয় । নাবালিকার মা বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে চার্জসিট জমা দেন আদালতে। মোট ২২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে মাননীয় আদালত শুক্রবার এই মামলার রায় ঘোষণা করেন। পকসো এক্টে ৬ নং ধারায় আসামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরো এক বৎসর কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ ব্যাক্ত করেছে আদালত।