প্রতিনিধি মোহনপুর:- এয়ারপোর্ট থানার অন্তর্গত পশ্চিম নারায়ণপুরে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। শনিবারের এই অভিযানে উদ্ধার করা হয়েছে অবৈধ গাঁজা, ফেনসিডিল এবং এসকফ। মামলা গ্রহণ করা হয়েছে বাড়ির মালিক তথা নেশা কারবারি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে।
দীর্ঘদিন যাবত পশ্চিম নারায়ণপুর এলাকায় নেশা বাণিজ্যের সাথে যুক্ত থাকার কারণে ফুলেঁপে উঠেছে অর্জুন বিশ্বাস। শনিবার গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালায় তার বাড়িতে। এসডিপিও সুব্রত বর্মন, ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে চলো এই অভিযান। অভিযানে মোট ১৮ কিলো অবৈধ গাঁজা, এসকফ এবং ফেনসিডিল ৩৯০ বোতল উদ্ধার করা হয়েছে। যদিও অর্জুন বিশ্বাস পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপি সুব্রত বর্মন।
এয়ারপোর্ট থানার পুলিশি অভিযানের উদ্ধারণের সামগ্রী
37